শুরু হতে চলেছে বেটন কাপ ২০১৯

0
3

শুরু হতে চলেছে ১২৩তম আন্তর্জাতিক বেটন কাপ। আগামিকাল, মঙ্গলবার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেটন কাপ ২০১৯।

এই বছর মোট 12টি দল খেলবে বেটন কাপ। যার মধ্যে চারটি দল থাকবে কলকাতা থেকে ও বাকি আটটি দল থাকবে অন্যান্য জায়গার। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়ান অয়েল হকি দল। তাই নিঃসন্দেহে এ বছর এই দলের আত্মবিশ্বাস তুঙ্গে, তা বলাই যায়। অবশ্য বাকি দলগুলোর কেউই কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়, তা বলাই বাহুল্য।

5 থেকে 12 নভেম্বর পর্যন্ত চলবে এই হকি টুর্নামেন্ট। এবারে বেটন কাপে কিছু বিশেষত্ব থাকবে বলেও জানা গিয়েছে। তবে কী সেই বিশেষত্ব, তা এখও স্পষ্ট করে জানা যায়নি। মঙ্গলবারে সাংবাদিক বৈঠকের পরই তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। সুতরাং, সব মিলিয়ে ঐতিহাসিক এই টুর্নামেন্টে প্রতি বছরের মতো এবছরও জমে উঠতে চলেছে, তা বলাই যায়।

আরও পড়ুন-ভবিষ্যতে মোহনবাগানের কোচ হওয়ার স্বপ্ন দেখেন ব্যারেটো, ক্লাবে এসে নস্টালজিক সবুজ তোতা!