ফের অভিমানে আত্মহত্যার অভিযোগ। নৈহাটি পুরসভার বিজয়নগর এলাকার ঘটনা। গৃহশিক্ষকের কাছে পড়া না পারায় বাবা-মায়ের কাছে বকুনি শোনে মহেন্দ্র স্কুলের ক্লাস এইটের ছাত্র দেবজ্যোতি দত্ত। এরপর খাবার খাওয়ার নাম করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন দেবজ্যোতির মা। দরজা ভেঙে দেখা যায়, সিলিংফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে দেবজ্যোতি। নৈহাটি রাজেন্দ্রপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নৈহাটি থানা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ব্যারাকপুরে পাঠিয়েছে। ঘটনায় পুত্রশোকে দিশেহারা দত্ত দম্পতি।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর কল্যাণে বদলাচ্ছে সুন্দরবন, জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবা





























































































































