অমিতের শরণাপন্ন দেবেন্দ্র, পাল্টা শিবসেনা বলল শিবাজী পার্কে শপথ

0
7

দেবেন্দ্র ফড়নবিশের সিংহাসন হারাবার ভয়। বিজেপির ক্ষমতা হারানোর শঙ্কা। তবু মুম্বই আসছেন না বিজেপি সভাপতি অমিত শাহ। কেন? সে প্রশ্নই এখন রাজনৈতিক মহলের। জট কিছুতেই কাটছে না, দেখে শেষমেষ দেবেন্দ্র ফড়নবিশ আজ, সোমবার দিল্লি যাচ্ছেন দলীয় সভাপতির সঙ্গে কথা বলতে। বিজেপির সরকার ধরে রাখতে শেষ পর্যন্ত কি মেহবুবা মুফতির মতো ফিফটি ফিফটি ফর্মুলায় রাজি হয়ে যাবেন অমিত শাহ! ইঙ্গিত সে দিকেই। তবে এর পিছনে বিজেপির অন্দরে একটি নতুন চাল রয়েছে। বলা হয়েছে, এই ফর্মুলা মেনে নিয়ে আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব করার পর কোনও একটি ইস্যু তুলে দেবেন্দ্র ফড়নবিশ প্রয়োজনে সরকার ভেঙে দিয়ে নির্বাচনের মুখোমুখি হবেন। সেই ভোট একাই লড়বে বিজেপি।

বিজেপি মহলে যখন এই পরিস্থিতি, তখন শিবসেনার যুদ্ধংদেহি মনোভাব। তাদের বক্তব্য, রাজ্যপাল নিয়ম মেনে বিজেপিকে সরকার গড়তে ডাকলে দেখতে চাই কীভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। বিজেপির পাশে যে কেউ নেই তার আর একবার প্রমাণিত হবে। এনসিপি-কংগ্রেস জোটের সঙ্গে সরকার গড়া প্রসঙ্গে সঞ্জয় বলেন, হ্যাঁ আমরা জানি তিনটি দল তিন আদর্শের। কিন্তু সময়ের চাহিদা মেটাতে আমাদের ন্যূনতম কর্মসূচি সাজাতে হবে। দিনের শেষে সকলেই চায় বিজেপির উদ্ধত্য ভাঙতে।