দিল্লির টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল শিবম দূরের। তবে বাকিদের মতো ভাল হল না শিবমের অভিষেক ম্যাচ । যখন টস হওয়ার আগে জাতীয় দলের টুপি পরিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়, তখন গোটা দুবে পরিবার আশায় বুক বেঁধেছিল যে, তাঁদের ছেলে ব্যাট ও বল ভাল পারফরম্যান্স করে দেখাবে। কিন্তু প্রথমে ব্যাট ও পরে বল দু’ক্ষেত্রেই ‘সুপার ফ্লপ’ হয়ে গেলেন শিবম। তবে অভিষেক ম্যাচে শিবম ‘ফ্লপ’ হলেও ‘হিট’ হয়ে গেলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এক্ষেত্রে অভিজ্ঞতার জয় হল, তা বলাই যায়।
টি-টোয়েন্টির ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে, ভারত ও বাংলাদেশ রবিবারের আগে যতবার কুড়ি-বিশের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল, ততবারই জয় হয়েছে ‘মেন ইন ব্লু’-র। কিন্তু রবিবাসরীয় অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এর মূল নায়ক মুশফিকুর রহিম। তাঁর অপরাজিত 60 রান সহজে জয় এনে দিয়েছে পদ্মাপারের দেশকে। তাই দূষণে ভরা রাজধানীর বুকে শিবমের অভিষেক হলেও কেল্লাফতে করে গেলেন মুশফিকুরই।






























































































































