বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দেশজুড়ে সার্ভার বিকল হওয়ায় তীব্র ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। বেশ কয়েক ঘণ্টা পর সার্ভার সচল হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা। দেশের প্রতিটি বিমানবন্দরেই ইন্ডিগোর চেক ইন কাউন্টারে লম্বা লাইন রয়েছে। ঠিক সময় চেক ইন না হওয়ায় একাধিক বিমান দেরিতে উড়ছে। প্রভাব পড়ছে অবতরণেও।
প্রসঙ্গত, ইন্ডিগো এখন দেশের সেরা বিমান সংস্থা। তাই দেশের মধ্যে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা সাধারণত ইন্ডিগোকেই প্রাধান্য দেন। সপ্তাহের প্রথম কাজের দিন সকাল থেকে সার্ভার বিকল হওয়ায় প্রচুর যাত্রী সমস্যায় পড়েছেন।
ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, এখন তাদের সার্ভার ঠিক হয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক নয়। তাদের পরামর্শ, যাত্রীরা বাড়ি থেকে বেরনোর আগে সংশ্লিষ্ট বিমানের স্টেটাস যেন জেনে নেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় জলপথে যাত্রী পরিবহনে জোর































































































































