দেশ পূর্ব রেলে কর্মচ্যুতির আশঙ্কা বাড়ছে By EBBS Desk - November 3, 2019 0 1 FacebookTwitterPinterestWhatsApp পূর্ব রেলে 1892টি অনুমোদিত পদের অবলুপ্তি ঘটিয়ে লোক কমাতে পারে পূর্ব রেল। চলতি আর্থিক বছরেই। কর্মী ইউনিয়নের বক্তব্য রেল কর্মসংস্থান কমাচ্ছে। যদিও রেল বলছে নতুন কিছু পদও তৈরি হবে।