আজ রোহিতদের ‘রেকর্ড’ হাজারতম ম্যাচ

0
1

দিল্লির দূষণ তো রয়েছে। তবে তার মাঝেও রেকর্ডে করতে নামছে রোহিতের দল। ভারত টি-টোয়েন্টিতে এক হাজারতম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশের বিরুদ্ধে। গৌতম গম্ভীর থেকে পরিবেশবিদ, সকলেই দিল্লির দূষিত আবহাওয়ায় ম্যাচ বাতিলের পক্ষে ছিলেন। কিন্তু দুই দলের ক্রিকেটাররা ম্যাচের পক্ষে থাকায় ম্যাচ করার পক্ষে সিদ্ধান্ত নিতে সৌরভের সুবিধা হয়।

টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ নভেম্বর। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। দর্শকদের মনোরঞ্জনে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে টি-২০। যার দরুন আজ হাজারতম ম্যাচ। অর্থাৎ ১৪ বছর। আর একদিনের ক্রিকেটে হাজারতম ম্যাচ হয়েছিল ১৯৯৫ সালে। অর্থাৎ হাজার ম্যাচ হয়েছিল ২৪ বছরের মাথায়। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে টি-২০ ম্যাচের জনপ্রিয়তা।

আরও পড়ুন – অরুণ জেটলি স্টেডিয়ামে অভিষেক হল শিবমের