দেশের মধ্যে ক্যান্সার বৃদ্ধির পরিসংখ্যানে শীর্ষে গুজরাত, বলছে রিপোর্ট

0
1

গত কয়েক বছরে দেশজুড়ে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছরে প্রায় ৩০০ শতাংশ করে বাড়ছে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা। যার মধ্যে রয়েছে মুখের ক্যান্সার, সার্ভাইক্যাল ক্যান্সার, স্তন ক্যান্সারের মতো ক্যান্সার। ন্যাশনাল হেল্থ প্রোফাইল অনুযায়ী, ২০১৯ সালের তথ্য অনুসারে ২০১৭ থেকে ২০১৮ সালের মাধ্যে প্রায় ৩২৪ শতাংশ ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশজুড়ে। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত।

পরিসংখ্যান বলছে, ক্যান্সার বৃদ্ধির তালিকায় ২০১৮ সালে প্রথম স্থানে রয়েছে গুজরাত। তারপর রয়েছে যথাক্রমে কর্নাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ। ২০১৭ সালে যেখানে গুজরাতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৩৯ জন। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ১৬৯ জন। অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও একইভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ক্যান্সারের মতো রোগ। চিকিত্‍সকদের দাবি, ক্যান্সারের এই বাড়বাড়ন্তের কারণ অনিয়ন্ত্রিত জীবন, খাদ্যাভ্যাস এবং প্রচুর পরিমাণে তামাকজাত পদার্থের সেবন এবং মদ্যপান।