হাতে রয়েছে মাত্র আর ৪ দিন। তার মধ্যেই সরকার গড়তে হবে। কিন্তু শিবসেনা বিজেপির মধ্যে সমস্যা এখনও মেটেনি। দুই পক্ষই অনড়। এবার বিজেপিকে পাল্টা চাল দেওয়া শুরু করল শিবসেনা। বিজেপি নেতারা হুমকির সুরে যখন রাষ্ট্রপতি শাসনের কথা যখন বলছেন, তখন শিবসেনা বলছে সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে সময় এলেই তারা দেখিয়ে দেবে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত সাফ জানালেন, আমাসের সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। বিজেপি যদি ভেবে থাকে শিবসেনাকে ল্যাজে খেলাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দেবে। এই সংখ্যা যে এনসিপি আর কংগ্রেসের মিলিত শক্তি, তা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে কিছু নির্দলও রয়েছে।
দেওয়ালির দিনেই এনসিপি নেতা নেতা শরদ পাওয়ারের বাড়িতে যান সঞ্জয়। সেখানে একপ্রস্থ কথা হয়। অন্দরের কথা, শিবসেনাকে সরকার গড়তে দিয়ে বাইরে থেকে এনসিপি-কংগ্রেস সমর্থন করবে। আর সেই কথার ভিত্তিতে সঞ্জয় রাউত কার্যত হুমকি দিচ্ছেন বিজেপিকে। এনসিপি নেতা নবাব খান ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিয়ে বলেন, মহারাষ্ট্রের মানুষের স্বার্থে উদ্ধব ঠাকরে সরকার গড়তে বিকল্প পথ তৈরি করতে পারেন। এবং সেক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। ফলে ৭ নভেম্বরের আগে শিবসেনা যে ওলট-পালট করার প্রস্তুতি নিচ্ছে, তা আভাসে-ইঙ্গিতেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন – প্রকাশিত হল ভারতের নতুন মানচিত্র































































































































