ক্রিমিনাল আর এজেন্সিকে কাজে লাগাচ্ছে! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শিবসেনার

0
1

খাতায় কলমে শিবসেনা এখনও এনডিএর গুরুত্বপূর্ণ শরিক। কেন্দ্রে মোদি সরকারে শিবসেনার মন্ত্রীও আছেন। মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপি-শিবসেনা জোট করেই লড়েছে। কিন্তু ভোটে বিজেপির ফল গতবারের চেয়ে একটু খারাপ হতেই শিবসেনা নেতাদের অন্য চেহারা। 50:50 ফর্মূলার নামে শিবসেনা মুখপাত্ররা রোজ বিজেপির বিরুদ্ধে যা যা বলছেন তা বিরোধী দলগুলির চেয়েও আক্রমণাত্মক। আর দুই শরিকের চরম দ্বন্দ্বে আটকে আছে মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের কাজ।

মহারাষ্ট্রে বিজেপিকে বাদ দিয়ে নির্দল ও অন্য বিরোধী দলের সহযোগিতায় সরকার গড়ার কথা বললেও গেরুয়া শিবির সম্পর্কে এই প্রথম খোলাখুলি আশঙ্কার কথাও জানিয়েছে শিবসেনা। উদ্ধব ঠাকরের দলের প্রথমবারের বিধায়কদের বিজেপি ‘টার্গেট’ করছে বলে অভিযোগ উঠেছে। উদ্ধব-ঘনিষ্ঠ শিবসেনার সাংসদ সঞ্জয় রাউথ বলেছেন, বিজেপি শিবসেনার প্রথমবারের বিধায়কদের ভাঙানোর জন্য নানা অনৈতিক উপায় অবলম্বন করছে। ক্রিমিনালদের দিয়ে ভয় দেখানো থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে, যাতে শিবসেনার নতুন বিধায়করা বিজেপিকে সমর্থন করে। শিবসেনার এই অভিযোগকে অবশ্য আমল দিচ্ছে না বিজেপি। মহারাষ্ট্রের মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা গিরিশ মহাজন বলেছেন, নতুন নতুন অভিযোগ তোলা আর মিথ্যাচার করা সঞ্জয় রাউথের অভ্যাস। তাঁর এই অভিযোগটিও সর্বৈব মিথ্যা।