উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই খড়্গপুরে প্রচারে তৃণমূল

0
1

বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই খড়্গপুর প্রচারে নেমে পড়ল তৃণমূল। বৃহস্পতিবার, দুপুরে পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপরেই দলীয় নেতা, কর্মীরা তাঁকে অভিনন্দন জানান।

শনিবার সকাল থেকেই তৃণমূল কর্মীরা দেওয়াল লিখন শুরু করে দেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল প্রার্থীর নাম দিয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্ট করেন অনেক কর্মী।
তাঁকে প্রার্থী করায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানান প্রদীপ সরকার। দলের আশা পূরণ করতে পারবেন বলে আশাবাদী তৃণমূল প্রার্থী।
লোকসভা ভোটে এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ প্রায় ৪৫ হাজার ভোটে হারান তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে। সেই ব্যবধান ঘুচিয়ে জিতে আসাই প্রদীপ সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। আর বিজেপির রাজ্য সভাপতির গড়ে জিতে আসতে পারলে দলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা এক ধাক্কায় অনেকেটাই বেড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।