জিও টেলি সংস্থার কারসাজি রুখতে নামতে হল ট্রাইকে। মোবাইলে রিংটোনের সময়সীমা প্রথম কমিয়ে দেয় জিও সংস্থা। তারপর একে-একে এয়ারটেল ভোডাফোন। তাই ট্রাই এবার রিংটোনের সময়সীমা বেঁধে দিল। মোবাইলে ফোন এলে গ্রাহক তা ধরতে ৩০ সেকেন্ড সময় পাবেন, এবং ল্যান্ডলাইনে ৬০ সেকেন্ড। আগে রিংটোন এর সময়সীমা প্রায় ৪৫ সেকেন্ড ছিল। তাই ট্রাই এবার ব্যবস্থা নিয়ে বলল, সরকারি বিজ্ঞপ্তি বের হওয়ার ১৫ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে টেলি সংস্থাগুলিকে। যদিও জিওর বক্তব্য, সারাবিশ্বে ফোন ধরতে ১৫-২০ সেকেন্ড সময় দেওয়া হয়। তারা বেশি সময়ই দিচ্ছে। ট্রাই-এর নতুন নির্দেশে অবশ্য আগের চাইতে রিংটোন এর সময়সীমা এমনিতেই কমে গেল।































































































































