নিজের ট্রাক্টারের ফলাতেই মৃত্যু চালকের

0
2

নিজের ট্রাক্টারের ফলাতেই মৃত্যু হল চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাইঘাটার শ্রীপুরে। পরিবার সূত্রে খবর, শুক্রবার বিকেলে সমীর সরকার নামে ওই ব্যক্তি অন্যের জমিতে নিজের ট্রাক্টার দিয়ে চাষের কাজ করছিলেন। অভিযোগ, সে সময় পড়ে গিয়ে ট্রাক্টারের ফলা বিঁধে যায় তাঁর দেহের একাধিক জায়গায়। স্থানীয়রা সমীরকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থাতেই কাজ করছিলেন তিনি। তার ফলেই টাল সামলাতে না পেরে পড়ে যান। শনিবার, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-এবার মোবাইলে রিং টাইম ৩০ সেকেন্ড, ল্যান্ডলাইনে ৬০ সেকেন্ড