মধুচক্র চালানোর অভিযোগে বিক্ষোভ, থানা ঘেরাও

0
1

স্থানীয় এক মহিলার বিরুদ্ধে এলাকায় মধুচক্র চালানোর অভিযোগে অশোকনগর থানা ঘেরাও বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। অশোকনগর থানা মোড় অবরোধও করা হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দা জয়ন্তী বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন মহিলা মিলে এলাকায় মধুচক্র ও জুয়ার আসর বসান। এমনকী, অবৈধ ভাবে মদ বিক্রিও করেন বলে অভিযোগ। অভিযোগ, প্রতিবাদ করায় বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে গ্রামবাসীদের মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শনিবার সন্ধেয় অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় থানা মোড়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।