দিলীপ গড়েই অস্বস্তিতে গেরুয়া শিবির

0
4

রাজ্যের তিন জায়গায় বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ঘুঁটি সাজাচ্ছে শাসক-বিরোধী দুপক্ষই। ইতিমধ্যে প্রার্থী তালিকাও চূড়ান্ত কয়েকটি তৃণমূল ও বামেদের। কিন্তু এর মধ্যেই গেরুয়া শিবিরে চিন্তা বাড়াচ্ছে খড়্গপুর সদর কেন্দ্রটি। খোদ বিজেপির রাজ্য সভাপতির গড় বলে পরিচিতি কেন্দ্রেই বিদ্রোহ ছড়িয়ে বলে অভিযোগ। সূত্রের খবর,‘বিজেপি বাঁচাও’-এর স্লোগান তুলে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন বিজেপিরই প্রদীপ পট্টনায়েক। কারণ, দিলীপ ঘোষের পছন্দের প্রার্থী প্রেমচাঁদকে ঘিরে তীব্র আপত্তি রয়েছে বিজেপি-র অন্দরে।

গত বিধানসভা নির্বাচন থেকেই খড়্গপুরে প্রভাব বাড়াচ্ছিল গেরুয়া শিবির। দীর্ঘদিনের বরিষ্ঠ বিধায়ক জ্ঞান সিং শোহনপালকে হারিয়ে এই কেন্দ্রে থেকেই জয়ী হন দিলীপ ঘোষ। লোকসভা ভোটেও তৃণমূলের বর্ষীয়ান নেতা মানস ভুঁইয়াকে হারিয়ে মেদিনীপুর থেকে জয়লাভ করেন বিজেপি-র রাজ্য সভাপতি।
কিন্তু এবার প্রার্থী নির্বাচন ঘিরেই মনোমালিন্য গেরুয়া শিবিরে। অস্বস্তিতে বেড়ে যাওয়ায় প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি তারা। এখন কীভাবে মুরলিধর সেন স্ট্রিট পরিস্থিতির মোকাবিলা করে সেটাই দেখার।

আরও পড়ুন-কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল : পার্থ