হোয়াটসঅ্যাপে নজরদারি চালানোর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মমতার

0
3

ছট পুজো উপলক্ষে তক্তাঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের সঙ্গে ছট পুজোর শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশিএদিন নাম না করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

তাঁর অভিযোগ মোবাইল, ল্যান্ড লাইনে নজরদারি চালানো হচ্ছে। এমনকী, হোয়াটস অ্যাপও সুরক্ষিত নয়। ইজরায়েলি সংস্থার সাহায্যে কেন্দ্রীয় সরকারকে তথ্য সরবরাহ করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোনেও আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর ফোনেও আড়ি পাতা হচ্ছে। ফোন ট্যাপ করার কারণে সরকারি কাজ করতে সমস্যা হচ্ছে, কাজে ব্যাঘাত ঘটছে বলেও ক্ষোভপ্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সব কিছুতেই নজরদারি চালানো হচ্ছে এটা মোটেই ঠিক নয়। হোয়াটস অ্যাপে নজরদারি চালানোর বিষয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।