দিল্লি দূষণের চাদরে মুড়ে গিয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা রাজধানী। তারই মধ্যে আর মাত্র একদিন পর অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। যা নিয়ে ক্রিকেটমহলে দ্বিমত রয়েছে। কিন্তু বিরাটের অনুপস্থিতিতে টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, দূষণের জেরে ম্যাচে কোনও অসুবিধা হবে না।
রোহিত বলেন, ‘শেষবার যখন শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিলাম, তখনও আমরা কোনও সমস্যায় পড়িনি। আশা করব, আমাদের ৩ তারিখও কোনও সমস্যা হবে না। আমরা তো আগে থেকেই জানতাম যে, প্রথম ম্যাচ আমরা এখানেই খেলব। তাই কোনও অসুবিধা হওয়ার কথা নয়।’
তবে ম্যাচে কোনও সমস্যা না হলেও প্র্যাকটিসে একটা সমস্যা হতে পারে বলে মত ‘হিটম্যান’-এর। তবে বাংলাদেশ যেমন নিয়মিত অনুশীলন করছে, ভারতের জন্য তা অপশনাল। তাই খুব একটা সমস্যা কোনও ক্ষেত্রেই হবে না বলে জানিয়েছেন রোহিত। এখন সিরিজের প্রথম ম্যাচ কাদের পকেটে যায়, সেটাই দেখার।
আরও পড়ুন – পিঙ্ক ইতিহাস শুরুর দিনেও অবিচ্ছিন্ন শচীন-সৌরভ জুটি






























































































































