দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে আরডিএক্স পাওয়া গিয়েছে বলে আতঙ্ক ছড়াল। মধ্যরাতে বিমানবন্দরের 4 নম্বর পিলারের পাশে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ পাওয়া যায়। বম্ব ডিসপোজাল স্কোয়ার্ড বিমানবন্দরে পৌঁছে যায়। পুলিশি কুকুর নিয়ে চলে তল্লাশি। ব্যাগের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু রয়েছে বলে অনুমান করে তারা। এরপরই সেটা নিয়ে যাওয়া হয়। ব্যাগের মধ্যে আরডিএক্স রয়েছে বলে সিআইএসএফ সূত্রে খবর। তবে এখনও ট্রলিব্যাগটির পরীক্ষা চলছে। এই ঘটনায় বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। বাড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা।































































































































