আজ, ৩১ অক্টোবর বিশ্ব শহর দিবসে ট্যুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য দরকার উন্নত শহর। পাশাপাশি তিনি জানিয়েছেন, ডেনমার্কের কোপেনহেগেন শহরে গ্লোবাল মেয়র্স সামিটে গ্রিন মবিলিটি বিভাগে লো কার্বন কমিউট ট্রাঞ্জিশন প্রকল্পের জন্য সি ৪০ সিটিস পুরস্কার পেয়েছে শহর কলকাতা।
































































































































