নদিয়ার নাকাশিপাড়ার সিপিএম নেতাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে, নাকাশিপাড়ার মুণ্ডমালা পাড়ায় কবাডি খেলার আয়োজন করা হয়। অভিযোগ, খেলা উপলক্ষ্যে সারারাত খুব জোরে মাইক বাজানো হচ্ছিল। ঘটনার প্রতিবাদ করেন সিপিএম নেতা টিঙ্কু শেখ। এরপর দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু মাইকের শব্দে গুলির আওয়াজ চাপা পড়ে যায়। টিঙ্কু শেখ যখন মাটিতে লুটিয়ে পড়নে, তখন উপস্থিত লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিত্সেকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
টিঙ্কু শেখ গত পঞ্চায়েত ভোটে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন। বচসা থেকেই খুন কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – ছট পুজোয় কেমন থাকবে আকাশের মেজাজ? কী বলছে হাওয়া অফিস





























































































































