আজ, ৩১ অক্টোবর স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী টুইট বার্তায় লিখেন, “সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকীতে অন্তরের শ্রদ্ধা। শক্তিশালী ও সংঘবদ্ধ ভারত গড়তে আমাদের সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে। বৈচিত্রের মধ্যে ঐক্য – এই মন্ত্রই আমাদের পাথেয় হওয়া উচিত।”

একইসঙ্গে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। তাঁকেও শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে জানাই অন্তরের শ্রদ্ধা। দেশের প্রতি ওঁনার অবদান এবং ১৯৭১ সালের যুদ্ধের সময় ওঁনার নেতৃত্ব ছিল অসামান্য।”

পাশাপাশি, কিংবদন্তি সঙ্গীত পরিচালক শচীনদেব বর্মনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অমর একটি গানের পংক্তি তুলে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি সব ভুলে যাই তাও ভুলিনা বাংলা মায়ের কোল…। প্রবাদপ্রতিম সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মণের মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য।”































































































































