বুধবার বিকেলে লেক টাউন উত্তপ্ত হয়ে ওঠে এক কিশোরীর মৃত্যুকে ঘিরে। দিশা চামড়িয়া নামে ওই কিশোরী লেক টাউন সুইমিং পুলের পাশে অভিজাত অবনী অ্যাপার্টমেন্টের বাসিন্দা। কিশোরীর বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু স্থানীয় মানুষ এ-ই মৃত্যুর পিছনে অন্য রহস্য দেখছেন।একটি মহলের দাবি তাকে বহুতল থেকে ফেলে দেওয়া হয়েছে। আর একটি মহলের বক্তব্য কিশোরীর উপর শারীরিক অত্যাচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিশার দেহ নাগেরবাজার আইএলএস হাসপাতালে আনা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।