শুক্রবার ফেরার কথা ছিল ট্রেন চড়ে। তার বদলে বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের সাগরদিঘির বহালনগরে পৌঁছেছে কাশ্মীরে নিহত ৫ বাঙালি শ্রমিকের কফিনবন্দি দেহ। রাত বারোটা নাগাদ দেহ আসে কলকতা বিমানবন্দর। সেখান থেকে রাতেই শবদেহবাহী গাড়ির কনভয় রওনা দেয় বাহালনগরের উদ্দেশে। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।
দেহগুলি গ্রামে ফিরতেই গোটা গ্রামের মানুষ জড়ো হন সেখানে। চারিদিকে কান্নার রোল ওঠে। সকালেই সেখানে যান পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ মহুয়া মৈত্র সহ তৃণমূলের প্রতিনিধি দল। নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার পাশাপাশি, পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়। ঘটনার তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পরিবারের পাশে থেকে সব রকমের সাহায্যের আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন-উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত গড়ুক বাংলা: রাজ্যপাল






























































































































