একটি প্রখ্যাত অনলাইন সাইটে মোবাইল কিনতে গিয়ে সাংসদ সদস্যর প্রতারিত হওয়ার ঘটনার কিনারা করল মালদহ জেলা পুলিশ। গ্রেফতার করা হল ক্যুরিয়র সংস্থার ডেলিভারি বয়কে। পুলিশ জানিয়েছে, ডেলিভারির আগে ওই ব্যক্তি বাক্সটি খুলে মোবাইল বের করে বক্সে পাথর ভরে দেয়।
উল্লেখ্য, সম্প্রতি একটি অনলাইনে ওয়েবসাইটে মোবাইল ফোন অর্ডার করেছিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। ডেলিভারির পর বাক্স খুলে তাঁর চক্ষু চড়কগাছ।
দেখেন মোবাইলের বদলে তাতে দু’টি পাথর রয়েছে। লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে ইংলিশবাজার থানা। এরপরই গ্রেফতার করা হয় প্রতারক ব্যক্তিকে।
আরও পড়ুন-সৌরভের আমন্ত্রণে ইডেনে আসছেন হাসিনা





























































































































