জোট করে ভোটে লড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারছে না বিজেপি-শিবসেনা জোট। সমান অধিকারের দাবিতে শিবসেনার কট্টর অবস্থান আর তা খারিজ করে বিজেপির নতুন বন্ধু খোঁজার তৎপরতা রাজ্য-রাজনীতিতে নিত্যনতুন সম্ভাবনার জল্পনা বাড়াচ্ছে। বিজেপির বিরুদ্ধে শিবসেনার প্রকাশ্যে লাগাতার তোপ, কটাক্ষ, সমালোচনার সুর দুই জোট শরিকের মধ্যে সম্পর্ককে জটিলতর করে তুলেছে। আর এই পরিস্থিতিতে ঘোলা জল আরও ঘোলা করতে আসরে নেমেছে কংগ্রেস। শিবসেনার মত কট্টর হিন্দুত্ববাদী দলের সঙ্গে একসঙ্গে চলা সম্ভব নয় বুঝে এবার তারা ঘুরপথে বিকল্প প্রস্তাব বাজারে ছাড়ছে। কংগ্রেসের বক্তব্য, দুই শরিক দলের মধ্যে এখনই এত কাদা ছোড়াছুড়ি, এরা কী করে এরপর সরকার গঠন করে রাজ্যের উন্নয়ন করবে? তার চেয়ে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে রাজ্যের স্বার্থে শিবসেনাকে সরকার গড়ার সুযোগ করে দিতে পারে কংগ্রেস ও এনসিপি। কিন্তু কী হবে সমর্থনের ফর্মূলা? মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান বলেছেন, পারস্পরিক এত অনাস্থা নিয়ে বিজেপি-শিবসেনার সরকার গড়া অসম্ভব। তার চেয়ে শিবসেনা যদি সরকার গড়তে চেয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় তাহলে সহযোগিতা করা হবে। কংগ্রেস শিবিরের বক্তব্য, শিবসেনা-এনসিপি মিলে মহারাষ্ট্রে সরকার গড়ুক। মুখ্যমন্ত্রী হোক শিবসেনারই। কংগ্রেস এক্ষেত্রে এই সরকারকে বাইরে থেকে সমর্থন করবে।
আরও পড়ুন-পৈলান-কর্ণধার অপূর্ব সাহাকে জেরা করে CBI পেয়েছে বহু বাম-নেতার নাম































































































































