প্রেসিডেন্সি জেলে তাঁর সঙ্গে অন্যায় হচ্ছে, এই মর্মে ব্যাঙ্কশাল কোর্টের সিবিআই বিশেষ আদালতে অভিযোগ করলেন আইপিএস এসএমএইচ মির্জার আইনজীবীরা। আদালতকে তাঁরা জানান, মির্জা একজন প্রথমসারির পুলিশকর্তা। আইপিএস অফিসার। কিন্তু জেলের মধ্যে তার বিরুদ্ধে অন্যায় হচ্ছে।
অসুস্থ মির্জার মাক্স খুলে নেওয়া হচ্ছে। সময়মতো প্রয়োজনীয় ওষুধ তাঁর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। এমনকি খাবারের গুণগতমান খুব খারাপ। এই অবস্থায় তাঁদের মক্কেল আরও অসুস্থ হয়ে পড়ছেন। সুতরাং, প্রেসিডেন্সি জেল থেকে স্থানান্তরিত করে অন্য কোনও জেলে রাখা হোক মির্জাকে। এই আবেদন শোনার পর বিচারক জানান, এটা আদালতের এক্তিয়ারভুক্ত বিষয় নয়। এই সিদ্ধান্ত নিতে পারে জেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন – BREAKING: জামিনের আবেদন খারিজ, নারদ মামলায় ফের জেল হেফাজত মির্জার
এরপরই জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানান মির্জার আইনজীবীরা। তাঁদের আরও অভিযোগ, যেহেতু আইপিএস মির্জা এখন অসুস্থ এবং মেন্টাল ট্রমার মধ্যে রয়েছেন, তাই পরিবারের লোকের সঙ্গে তাঁকে যেন একটু বেশি দেখা করতে দেওয়া হয়। সাধারণত বন্দিদের সঙ্গে সপ্তাহে একবার করে দেখা করতে দেওয়া তাদের পরিবারের লোককে। সেক্ষেত্রে মির্জার সঙ্গে সপ্তাহে তিনদিন দেখা করতে দেওয়ার আবেদন করা হয় আদালতের কাছে। মির্জার আইনজীবীদের দাবি, তিনদিন না হলেও আদালত অতিরিক্ত একদিন দেখা করতে দেওয়ার নির্দেশ দিয়েছিল, যদিও তা মানতে নারাজ জেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন – শেষরক্ষা হল না, মৃত্যু হল জঙ্গি হামলায় আহত ষষ্ঠ শ্রমিকের






























































































































