জামিন পেয়েই নির্যাতিতাকে ফের ধর্ষণ!

0
1

একই অপরাধের পুনরাবৃত্তি। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুরের রাজুবস্তি এলাকায়। মঙ্গলবার সন্ধেয় স্থানীয় এক যুবতী ইসলামপুর থেকে বাসে চেপে রাজুবস্তি এলাকায় নামেন। অভিযোগ, মাসুম রেজা সহ মোট পাঁচ দুষ্কৃতী তাঁকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নির্যাতিতা যুবতীর অভিযোগ, এর আগেও মাসুম তাঁকে ধর্ষণ করে। সেই ঘটনায় অভিযোগ দায়ের করা হলে জেলও খাটে মাসুম।

সম্প্রতি জামিন পায় সে। প্রতিশোধ নিতেই আবারও নির্যাতিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিত্সাইধীন ওই যুবতী। নির্যাতিতার পক্ষ থেকে ইসলামপুর থানায় মাসুম রেজা সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।