এবছর ভাইফোঁটায় সবচেয়ে চমকে দেওয়ার মতো খবর ছিল, বান্ধবী সহ মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ফোঁটা নেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এই ঘটনাকে সৌজন্য বলেই বুধবার সকালে মন্তব্য করেন বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু মুরলিধর সেন স্ট্রিট সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শোভনের হাজির হওয়া মোটেও ভাল চোখে দেখছে না গেরুয়া শিবির। এনিয়ে শোভনকে রীতিমতো শোকজ করতে চলেছে তারা। বিজেপি নেতার জবাবের উপরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে দল।
বিজেপিতে যোগ দিলেও তিনি বা তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে সেখানে বিন্দুমাত্র স্বস্তিতে নেই, সেটা বারবার বুঝিয়েছেন শোভন। এমনকী, বেশ কিছুদিন মিডিয়ার সামনেও দেখা যায়নি তাঁদের। সিবিআইয়ের তলব পেয়ে সেখানে যান দুজনে। তারপর, মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে যান তাঁর একসময়ের প্রিয় কানন। সঙ্গে ছিলেন বৈশাখীও। তবে, শোভনের এই গতিবিধি বিজেপি নেতৃত্ব একেবারেই ভাল চোখে দেখছে না। দলীয় সূত্রের খবর, সেই কারণেই শোভন চট্টোপাধ্যায়ের জবাবদিহি চেয়ে চিঠি দিতে চলেছে দল। বিজেপি সূত্রে খবর, দু নৌকায় পা দিয়ে চলতে পারবেন না শোভন, তাঁকে কোনও একটি দিক বেছে নিতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































