দুই ওঝার ঝাড়ফুঁকের বলি হলেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের বনচুকামারি গ্রামে। মৃতের নাম বুধয়া ওঁরাও। অভিযোগ, বুধয়ার বুকের উপর বসে দুই ওঝা ঝাড়ফুঁক করছিল। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বুধয়ার। এরপর স্থানীয় বাসিন্দারা দুই ওঝাকে মারধর করেন। গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
আরও পড়ুন-নিহত শ্রমিকদের পরিবারের পাশে মমতা





























































































































