অবশেষে ফিরে এল মার্কিন বায়ুসেনার রহস্যময় মহাকাশ বিমান, এক্স-৩৭বি। পৃথিবীকে ৭৮০ দিন ধরে প্রদক্ষিণের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করেছে চালকবিহীন বিমানটি। দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ডও গড়েছে এটি। এর আগেও মহাকাশে গিয়েছে এই রহস্যময় বিমানটি।
২০১৭ সালে স্পেস এক্স রকেটের সাহায্যে পঞ্চমবারের জন্য এটিকে দীর্ঘমেয়াদী অভিযানে পাঠানো হয়। বিমানটিকে দেখতে মহাকাশযানের মতো হলেও এর দৈর্ঘ্য মাত্র ২৯ ফুট। এই এক্স-৩৭বি বিমানটিকে কেন বারবার মহাকাশে পাঠানো হয়, এতে কী থাকে বা এর সাহায্যে মহাকাশে কী ধরনের পরীক্ষানিরীক্ষা চালানো হয়, তা কাউকে জানানো হয় না। একমাত্র মার্কিন বায়ুসেনার রিসার্চ ল্যাবরেটরির কাছেই এই তথ্য রয়েছে। আগামী বছর ষষ্ঠবারের জন্য মহাকাশে পাঠানো হবে এই বিমানটিকে।
আরও পড়ুন-এবার রত্না কী বলবেন, সামলাতে ব্যস্ত তৃণমূল




























































































































