হরিয়ানায় সদ্য সরকার গঠনে বিজেপিকে সমর্থন দিয়েছে জেজেপি। উপমুখ্যমন্ত্রী হয়েছেন জেজেপি বিধায়ক দুষ্মন্ত চৌতালা। এবার গেরুয়া শিবিরের সেই বিপদের বন্ধু চৌতালার মুখেই শোনা গেল নতুন কটাক্ষ। তাও আবার বিজেপির অতি পুরনো শরিক শিবসেনার উদ্দেশে। জোটধর্ম পালনের নীতিকথা শুনিয়ে মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী দলকে খোঁচা দিলেন পদ্মশিবিরের নতুন বন্ধু চৌতালা।
শিবসেনাকে কটাক্ষ করে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী ও জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা বলেন, মাত্র এগারো মাসের দল আমাদের। তারপরেও আমরা রাজ্যের স্বার্থে দায়িত্বশীল আচরণ করেছি। কীভাবে জোটধর্ম পালন করতে হয় তা আমরা জানি। যারা অনেক পুরনো দল তাদের উচিত জোট রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা। অন্যকে দোষারোপ করে জোটধর্ম রক্ষা করা যায় না।































































































































