আবার হাতির হানা। হাতির হামলা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে তিনজনকে পিষে দিল দাঁতাল। স্বভাবতই আঙুল উঠেছে বনকর্মীদের দিকে।
জলপাইগুড়ির রামশাই এলাকার বাসিন্দার দম্পতি গাওনা ও কুমারী ওঁরাও সোমবার কালীপুজোর অনুষ্ঠান দেখতে গিয়েছেলেন। রাতে ফেরার সময় হাতির মুখে পড়ে যায়। হাতি দম্পতিকে পদপিষ্ট করে মারে। কালামাটি এলাকায় একইভাবে গোবিন্দ রায়েরও মৃত্যু হয়। গরুমারা জঙ্গল সংলগ্ন এলাকায় বারবার একই ঘটনা ঘটলেও বন দফতর প্রয়োজনীয় পদক্ষেপ না করায় এলাকায় ক্ষোভ বাড়ছে।





























































































































