প্রিন্স হতে পারল না সুজিত। তিনদিন চেষ্টার পরেও তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না। মঙ্গলবার সকালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে গর্ত থেকে উদ্ধার হল দু বছরের সুজিত উইলসন দেহ।
উদ্ধারকারী দলের তরফে তামিলনাড়ুর পরিবহন দফতরের মুখ্যসচিব জে রাধাকৃষ্ণণ জানান, শিশুটির দেহে পচন ধরেছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।
শুক্রবার, বাড়ির সামনে খেলতে খেলতে গিয়ে ৬০০ ফুট গভীর গর্তে পড়ে যায় ২ বছরের সুজিত উইলসন। তারপর থেকেই শুরু হয় ম্যারাথন উদ্ধারকাজ। যে কূপে সুজিত পড়ে গিয়েছিল, তার সমান্তরালে এক মিটার চওড়া একটি সুড়ঙ্গ খুঁড়ে শিশুটিকে বের করে আনার পরিকল্পনা করা হয়। কিন্তু অত্যন্ত রুক্ষ এবং পাথুরে জমি হওয়ায় সুড়ঙ্গ কাটতে বেগ পেতে হয় উদ্ধারকারীদলকে।
প্রথমে সুজিত ২৬ ফুট নীচে আটকে গিয়েছিল। সেই সময় তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু সেই সময় আচমকাই কূপের অনেকটা গভীরে পড়ে যায় শিশুটি। অনুমান, প্রায় ৯০ ফুট নীচে আটকে যায় সে।
উদ্ধারকারী দলের কর্মীদের আশা ছিল, ১২ ঘণ্টার মধ্যেই সুজিতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা যাবে। কিন্তু শেষরক্ষা হল না।
সোমবার রাত থেকেই দুর্গন্ধ আসা শুরু হয়। তারপরেই গর্ত করা থামিয়ে দেন উদ্ধারকারীরা। মঙ্গলবার, সকালে ছোট্ট সুজিতের দেহ উদ্ধার হয় গর্ত থেকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।































































































































