একে তো উদ্ধবপুত্র ও মাত্র 29 বছরের প্রথমবারের বিধায়ক আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি। তার উপর দলীয় মুখপত্র ‘সামনা’য় বিজেপির বিরুদ্ধে কটাক্ষ, সমালোচনার লাগাতার খোঁচা। মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরই যেভাবে চড়া সুরে বিজেপির বিরোধিতায় নেমেছে জোট শরিক শিবসেনা, তাতে ব্যাপক অস্বস্তিতে পদ্মশিবির। জোট করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও শিবসেনার চাপে এখনও পর্যন্ত সরকার গঠনের পথে এগোতে পারছে না বিজেপি। উল্টে শিবসেনা নেতারা আলাদাভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর পারস্পরিক অবিশ্বাস আরও চওড়া হয়েছে। শিবসেনার আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্বের দাবি উড়িয়ে দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগির প্রশ্নই নেই। পূর্ণ সময়ের জন্য আমিই দায়িত্ব নেব। ফড়নবিশ বলেন, মুখপত্র সামনায় যেভাবে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে তা অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক। কোনও শরিক দলের কাছ থেকে এই আচরণ মেনে নেওয়া যায় না। শিবসেনার অন্যায় দাবি মানা হবে না।































































































































