পেটে অসহ্য ব্যথা নিয়ে এইমসে ভর্তি হয়ে চিকিৎসা করিয়ে ফের তিহাড় জেলে ফিরে গেলেন পি চিদম্বরম। সকালেই পেটে অসহ্য ব্যথার কারনে প্রাক্তন অর্থমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে তাঁকে থাকতে হয়নি। কয়েক ঘন্টা পরেই তিনি ফিরে যান জেলে। পেটের যন্ত্রণায় গত ৫ অক্টোবর আর একবার হাসপাতালে আসতে হয়েছিল আইএনএক্স মামলায় অভিযুক্ত কংগ্রেস এই সাংসদকে। সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলায় কারাবাসে রয়েছেন চিদম্বরম। ৩০ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।































































































































