দশ রূপে পূজিতা মা কালী

0
7

৭১ তম বর্ষে পদার্পণ করল পূর্ব কলকাতার ট্যাংরার শৈলেশ্বর অ্যাথেলেটিক ক্লাবের কালীপুজো। এখানের পুজোর বিশেষত্ব হল গত ৩০ বছর ধরে মায়ের ১০টি রূপ এখানে পূজিত হয়। পুজোর দ্বিতীয় দিনে উদ্যোক্তারা প্রায় ৩০০০০ ভক্তের মধ্যে পুজোর প্রসাদ বিতরণ করে থাকেন।