সস্ত্রীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো গিয়েছিলেন রাজ্যপাল। বাইরে থেকেই তাঁদের আপ্যায়ন করে ঘরে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘরের ভিতর প্রায় মিনিট কুড়ি ছিলেন তাঁরা। বেরিয়ে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি জগদীপ ধনকড়। সেখানে তখন উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে দেখে রাজ্যপাল বলে ফেলেন, “একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে টালির চালের বাড়িতে থাকেন! আমি ভাবতেই পারি না। ওনার এই অনাড়ম্বর জীবন দেখে আমি আপ্লুত।”
এর আগেও অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে সারাদেশের বহু তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা কালীঘাটের বাড়িতে এসেছেন। সবার মুখে একই কথা শোনা গিয়েছে। বাজপেয়ী বলেছিলেন, একজন রেলমন্ত্রী এই বাড়িতে থাকেন! বারবার কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের দুবারের মুখ্যমন্ত্রী হয়েও নিজের ছোট্ট বাড়িতেই এখনও স্বচ্ছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই মাটির কাছাকাছি থাকা জীবনযাপন দেখে অভিভূত জগদীপ ও সুদেশ ধনকড়।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় চাঁদের হাট





























































































































