গোটা দেশ ও রাজ্যের মানুষ যখন আলোর উৎসবে মেতে উঠেছে, ঠিক সেই সময় ঘোর অন্ধকার নেমে এল চার পুলিশকর্মীর পরিবারে। কালীপুজোর রাত পেরিয়ে নিজেদের ডিউটি সেরে যখন বাড়ি ফিরছিলেন, তখন মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই চার পুলিশকর্মী।
সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিটের কাছে। দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এরপর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও ১ পুলিসকর্মীর মৃত্যু হয়। মৃত পুলিশকর্মীরা বাদল সরকার,অনুপ কুমার বালা, প্রবীর কুমার হাটি ও বিশ্বজিৎ সামুই।
আরও পড়ুন – কালী প্রতিমা বিসর্জনের জন্য চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে ডিউটি সেরে মেমারি থানা থেকে বর্ধমান ফেরার পথে দুর্ঘটনায় পড়ে ওই চার পুলিশ কর্মী। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গিয়েছে, তাঁদের গাড়ির পিছনে একটি বালি বোঝাই লরি এসে সজোরে ধাক্কা মারে। ঘাতক লরিটির চালক ও খালাসি পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন – ভিলেন তুবড়ি প্রাণ কাড়ল দুজনের





























































































































