সদ্য দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আর সেই ফলাফলে অবাক শাসক-বিরোধী দুই পক্ষই। বিজেপি যেখানে সহজ জয় আশা করেছিল, সেখানে সরকার গঠন করতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। আর দুই রাজ্যে প্রচারে সেভাবে নজরই দেননি কংগ্রেস হাইকম্যান্ড। অথচ দুই জায়গাতেই কংগ্রেসের ফল যথেষ্ঠ আশাব্যাঞ্জক। এমনকী, এক সময় ধারণা হয়, জেজেপি-র সাহায্যে হয়ত হরিয়ানায় সরকার গড়বে তারা। সেটা না হলেও, এই ফল যে হাত শিবিরকে যথেষ্ঠ অক্সিজেন দিয়েছে, তার প্রকাশ পাওয়া গেল কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সোনিয়া গান্ধির দিওয়ালির শুভেচ্ছা বার্তায়। সেখানে তিনি লেখেন, সারা দেশ যখন আলোর উত্সনবে মেতেছে, তখন অন্ধকারে দিওয়ালি কাটাবেন দেশের কৃষকরা। কারণ কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সহায়ক মূল্য। কেন্দ্র যে সহায়ক মূল্য নির্ধারণ করেছে, তাতে অত্যন্ত সংকটে পড়েছেন কৃষকরা। কৃষকদের ফসলের ন্যায্য সহায়ক মূল্য দেওয়াই প্রকৃত রাজধর্ম বলেও মন্তব্য করছেন সোনিয়া। এমনকী, প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থ দেখছেন না বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন – মন কি বাত’-এ মোদির মুখে অযোধ্যা মামলা































































































































