দীপাবলির আলোর রোশনাইয়ের মধ্যেই অন্ধকার নামল দক্ষিণ ২৪ পরগনার রাঘবপুরের হাজরা পরিবারে। পরিবারের ৭ সদস্যকে গুলি করল দুষ্কৃতীরা। ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, সিপিএম সমর্থক রথীন হাজরার পরিবারের উপরে হামলা চালান তৃণমূল নেতা মৃন্ময় হাজরা। তবে, পুলিশ সূত্রে খবর, শুধু রাজনৈতিক মতবিরোধই নয়, দুই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদও রয়েছে। ঘটনায় মৃন্ময়ের ভাই মলয় হাজরাকে আটক করেছে পুলিশ। তবে এখনও পলাতক অভিযুক্ত মৃন্ময়।
যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মৃণ্ময়ের বাবা আদিত্য হাজরা। তাঁর মতে, রাজনৈতিক সমস্যা নয়, নিজেদের মধ্যে মারামারি করেছে ওই পরিবারের সদস্যরা। তবে, আক্রান্তদের অভিযোগ, রথীন হাজরার ছেলে তন্ময়কে তুল নিয়ে যান মৃন্ময় ও তাঁর অনুগামীরা। তাঁকে মারধর করা হয়। পরিবারের অন্যরা তন্ময়কে বাঁচাতে গেলে গুলি চালাতে শুরু করেন মৃন্ময়। তখনই বাকিরা আহত হন। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও পড়ুন – তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ৮