‘মুখোশের আড়ালে’ নেতাজি যুব সংগঠন

0
3

কলকাতা ও বারাসতের কালীপুজো কে টেক্কা দিতে প্রস্তুত কোন্নগর কানাইপুর এর নেতাজী নেতাজী যুব সংগঠনের পুজো। আলোকসজ্জা,পূজামণ্ডপ ও প্রতিমা সবকিছুতেই তারা বারাসত ও কলকাতার কালীপুজোকে টেক্কা দিতে প্রস্তুত। হুগলি জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম কোন্নগর কানাইপুর এর নেতাজী যুব সংগঠনের কালীপুজো।। এই বছরের পুজোর থিম মুখোশের আড়ালে, এবং অন্যতম আকর্ষণ কালী প্রতিমা “ভৈরব কালি”। প্রত্যেকবারের মতো এবারও তাদের পুজো মানুষের নজর কাড়বে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। পুজোর প্রত্যেক দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। ২৯ তম বর্ষে পদার্পন করলো কোন্নগর কানাইপুর এর নেতাজী যুব সংগঠনের পুজো।