রাজ্যবাসীকে কালীপুজো ও দেওয়ালির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “নআরো আলো আরো আলো, এই নয়নে প্রভু ঢালো…। আমার সকল ভাই ও বোনেদের জানাই দীপান্বিতা কালীপুজোর শুভেচ্ছা। আনন্দময় উৎসবের আলোয় ভোরে উঠুক এই দিনটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”

কালীপুজোর পাশাপাশি দেওয়ালিরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শনিবার ছিল ভূত চতুর্দশী। সেই উপলক্ষে ট্যুইট বার্তায় মমতা বলেন, সকলকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা। চোদ্দো শাক আর চোদ্দো বাতিতে মঙ্গলময় হয়ে উঠুক সকলের জীবন।





























































































































