যজ্ঞ থেকে অতিথি আপ্যায়ন- পুজোর সবকিছুতে নজর অভিষেকের

0
2

বাড়ির পুজো বলে কথা, বাড়ির ছেলে তো ব্যস্ত থাকবেনই। বছরের আর পাঁচটা দিন তিনি দায়িত্বশীল সাংসদ। ডায়মন্ড হারবারের সকল মানুষের সুখে-দুঃখে তাঁকে পাশে থাকতে দেখা যায়। যুব তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি। কিন্তু রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা একেবারেই বাড়ির ছেলের। অতিথি আপ্যায়নের পাশাপাশি পুজোর খুঁটিনাটি বিষয়ে নজর রেখেছিলেন তিনি।
বাড়িতে আসা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপরে বসেন পুজোয়। যজ্ঞে অংশ নেন তিনি। বৈদিক মন্ত্রোচ্চারণ করে যজ্ঞ সারেন। বাড়ির সদস্যদের সঙ্গে কালীপুজোর অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে সোনালি গুহও। সেখানে একেবারে মাটিতে বসে অঞ্জলি দেন অভিষেক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাড়িতে আসা অতিথি অভ্যাগতদের সসম্মানে আপ্যায়ন করেন ডায়মন্ড হারবারের সাংসদ।