ঘরের ছেলেকে রাজকীয় সম্বর্ধনা সিএবির, অতিথি তালিকায় আজহার-লক্ষ্মণ

0
1

সদ্য বিসিসিআই সভাপতি হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘরের ছেলের প্রেসিডেন্ট হওয়া নিয়ে সিএবিতে শুক্রবার ছিল কার্যত সাজো সাজো রব। অতিথি তালিকায় ছিলেন মহম্মদ আজহারউদ্দিন ও ভিভিএস লক্ষণ।

 

একসময় সিএবির প্রশাসকের ভূমিকায় দেখা গিয়েছিল মহারাজকে। আজ তাঁকেই সিএবি সম্বর্ধনা দিল বিসিসিআইয়ের সভাপতি হওয়ার জন্য। তাই স্বভাবতই নস্টালজিক হয়ে পড়েছিলেন সৌরভ।

একইসঙ্গে যখন আজহারউদ্দিনকে নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন দুই কিংবদন্তি ক্রিকেটারের কথায় স্মৃতিচারণা হচ্ছিল, যা এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি করে। সিএবির তরফ থেকে সৌরভের হাতে স্মারক তুলে দেওয়া হয়, যাতে তাঁর ছবি খোদাই করা রয়েছে।

বেহালা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআইয়ের মসনদে বসার কাহিনি মোটেই সহজ ছিল না। তাই মহারাজের ‘দাদাগিরি’-কে এদিন কুর্নিশ জানিয়েছে আপামর ক্রিকেটপ্রেমী।

সৌরভের হাত ধরে ভারতীয় ক্রিকেট উন্নতির শিখরে আরও পৌঁছাবে, এমনটাই মত লক্ষ্মণের। আর ভিভিএসের সুরে সুর মেলান আজহারউদ্দিন। সব মিলিয়ে ক্রিকেটের নন্দনকাননে শুক্রবারে সন্ধ্যেতে ছিল কার্যত চাঁদের হাট। সিএবিতে সৌরভের প্রশাসকের ‘দাদাগিরি’ সকলেই দেখেছেন। বিসিসিআইয়ের আগামী দশ মাস কেমন ‘দাদাগিরি’ করেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’, এখন সেটাই দেখার।