কেষ্টপুরে ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

0
2

কেষ্টপুরে সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কেষ্টপুর নজরুল পার্কের একটি বেসরকারি স্কুলে পড়ত বছর চোদ্দের কৌশিক কাননাগো। গত বুধবার বাগুইআটি থানার অন্তর্গত কেষ্টপুরে ওই কিশোরের রহস্যজনকভাবে মৃত্যু হয়। তারপরেই যত দিন যাচ্ছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

স্থানীয় সূত্রে খবর, গত ২০ অক্টোবর রনিত নামে এক প্রতিবেশীর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণে যায় কৌশিক। এরপরই তাঁদের বাড়ির ৫ তলার সিঁড়ি থেকে উদ্ধার হয় কৌশিকের ঝুলন্ত দেহ। গলায় কুকুরের বেল্টের ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রকে। উদ্ধার করে তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, রনিতের জন্মদিনে মাদক খাইয়েই খুন করা হয় কৌশিককে। ওই প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

যদিও ওই প্রতিবেশীর বাড়িতে পুলিস গেলে দেখা যায়, তাঁদের দরজায় তালা দেওয়া। গোটা পরিবারই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বলেছে পুলিসের অনুমান। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন – ফের চাঁদার জুলুমে আক্রান্ত ব্যবসায়ী