শুক্রবারও দিনভর চলবে বৃষ্টি। সারাদিন আকাশ থাকবে মেঘলা। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। কখনো কখনো ভারী বৃষ্টি।
অর্থাৎ, কালীপুজোর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনও আকস্মিক বদলের সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার হবে কালীপুজোর দিন অর্থাৎ রবিবার সকাল থেকে। শনিবার কমে আসবে বৃষ্টির দাপট।
তবে আজ, শুক্রবার উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এমনটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া পূর্বাভাসে।
অন্ধ্রপ্রদেশের উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, তা বৃহস্পতিবার কিছুটা সরে গিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে। ফলে এ রাজ্যে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বায়ুমণ্ডলে, তার কোনও হেরফের হচ্ছে না। তাই আজও চলবে একইরকম বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবারের চেয়ে সামান্য উন্নতি হওয়ার সুযোগ থাকলেও মেঘলা এবং ঝিরঝিরে বৃষ্টি জারি থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে আরও বলা হয়েছে, এই নিম্নচাপের প্রভাব কেটে গেলে হেমন্তের পরিচিত ঝকঝকে রোদের দেখা মিলবে। কলীপুজোর দিনে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই এখনও পর্যন্ত স্পষ্ট রয়েছে।





























































































































