সিঙ্গুরে নয়া শিল্পের যাত্রা শুরু

0
2

সিঙ্গুরে নতুন কারখানার দ্বার উদঘাটন হল। বিরোধীদের অভিযোগ, রাজ্যে নতুন বিনিয়োগ হচ্ছে না। আসছে না কোনও শিল্প। এই অভিযোগ উড়িয়ে দিয়ে এবার এক বাঙালির হাত ধরে ব্যবসা আসছে রাজ্যে। তাও আবার সেই সিঙ্গুরে যেখানে শিল্প নিয়ে একদিন রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। পালাবদল হয়েছিল ক্ষমতায়। সেই হুগলির সিঙ্গুরের বাগডাঙা ছিনামোড়ে নতুন কারখানার উদ্বোধন হল।

কারখানার কর্ণধার মোহিত দত্ত জানান, ধনতেরাসের দিনে কারখানাতে পুজো হয়। রাস্তা তৈরির জন্য যে বিটুমিন দেওয়া হয় সেটাই তৈরি করা হবে সেখানে। জেলায় এই ধরনের কারখানা নেই, ফলে জেলা সহ রাজ্যের যে কোনও প্রান্তে এখান থেকে পিচ সাপ্লাই করা যাবে বলে আশা মোহিত দত্তের। এতে জেলাবাসীর খরচ অনেক কমে যাবে বলে মত তাঁর। এছাড়াও প্রায় তিনশো মানুষের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন কারখানার মালিক।