‘মোদি যোগাকে যেভাবে সামনে এনেছেন সেটা প্রশংসনীয়’ আয়ুর্বেদ দিবসে বললেন রাজ্যপাল

0
3

শুক্রবার আয়ুর্বেদ দিবস। আয়ুর্বেদ দিবসে সল্টলেকের সেন্ট্রাল পার্কের একটি অনুষ্ঠানে গিয়ে কিছুক্ষণ হাঁটেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এদিন আয়ুর্বেদ দিবস উপলক্ষে সেন্ট্রাল পার্কের একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, “যে কোনও দেশে স্বাস্থ্যই সম্পদ। পাঁচ হাজার বছরের পুরোনো এই পদ্ধতি কোনও দেশে নেই। চিনেও নেই।”

জগদীপ ধনকড় এদিন আয়ুর্বেদ অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন। প্রশংসা করে রাজ্যপাল বলেন, নরেন্দ্র মোদি যোগাকে যেভাবে সামনে এনেছেন সেটা প্রশংসনীয়। পশ্চিমবঙ্গও এব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অনুরোধ করব আয়ুর্বেদ ঘরে ঘরে পৌঁছে দিতে।