আদিত্যর নামে পোস্টার, জল্পনা বাড়ছে মহারাষ্ট্রে

0
2

বিধানসভা নির্বাচনে ভালো ফলের পর এবার, মুখ্যমন্ত্রীর কুর্সি চাইছে শিবসেনা। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট সংখ্যা গরিষ্ঠতা ছুঁলেও, আসন কমায় চাপে গেরুয়া শিবির। আর নিজেদের ক্ষমতা বাড়িয়ে এখন চালকের আসনে শিবসেনা। বৃহস্পতিবার, ফল প্রকাশের পরেই শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে ইঙ্গিত দেন, আড়াই বছর করে ক্ষমতায় থাকতে পারে ২ জোট শরিক।

এর ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরেকে রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী বলে স্বাগত জানিয়ে পোস্টার পড়ে ওরলিতে। এই কেন্দ্র থেকেই জিতেছেন তিনি। ঠাকরে পরিবারের আদিত্যই প্রথম সদস্য যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। এবার তাঁকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে দলকে চাঙ্গা করতে চাইছে শিবসেনা। এই পরিস্থিতিতে তারা ঘুঁটি সাজাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।