বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই চিত্রটা বদলে গেল। দুই রাজ্যের বিধানসভা নির্বাচন ও দেশজুড়ে বেশ কিছু আসনে উপনির্বাচনে ধাক্কা খেলো গেরুয়া শিবির। ৯০ আসনবিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ফিকে হল গেরুয়া রং।
মহারাষ্ট্র সরকার করার জন্য প্রয়োজনীয় আসন থাকলেও সেখানে বিরোধীরা কিন্তু গতবারের চেয়ে ভাল ফলাফল করেছে। উপনির্বাচনেও বেহাল দশা বিজেপির।
বৃহস্পতিবার সকালে গণনার শুরুতেই প্রাথমিক প্রবণতায় বিজেপি বিরোধীদের থেকে একলাফে অনেকটাই এগিয়ে গিয়েছিল। একটা সময় হরিয়ানাতেও গেরুয়া শিবির শুরু করে দিয়েছিল দীপাবলী উৎসব। কিন্তু বেলা কিছুটা গড়াতেই এবং কয়েক রাউন্ড গণনা শেষে ভূপিন্দর সিং হুডা নেতৃত্বাধীন কংগ্রেস বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে।
ফলে সকালের সেলিব্রেশনটা একেবারেই ফিকে হয়ে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। ৬ মুরলীধর সেন স্ট্রিটে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সদর দফতরেও শুরু হয়ে গিয়েছিল জয়ের সেলিব্রেশন। মেতে উঠেছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। কিন্তু বেলা বারোটার পর সেই ছবি কার্যত উধাও। বঙ্গ বিজেপির সদর দফতর খাঁ খাঁ করছে। বড়-মেজো-ছোট নেতাদের দেখা নেই। দেখতে পাওয়া যাচ্ছে না সাধারণ কর্মী-সমর্থকদেরও।































































































































